
ঝাড়গ্রাম, ২ জানুয়ারি ( হি. স.)- গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথের মাঝে নদী বাধা হয়ে দাঁড়িয়েছে। নদী পারাপারের জন্য কোনও স্থায়ী ব্যবস্থা নেই। এমনই অভিযোগ বিনপুর–২ নম্বর ব্লকের বাসিন্দাদের| সেখানের ডররা গ্রামের সান্দাপাড়া অঞ্চলে সম্প্রতি অসুস্থ হয়ে মারা যান এক শবর যুবক। গত মঙ্গলবার রাতে হাড়কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব না হওয়ায় পথেই নিভে যায় তাঁর প্রাণ। তারপরেই খুব চরমে উঠেছে এলাকাবাসীদের| শুক্রবার পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথের মাঝে নদী বাধা হয়ে দাঁড়িয়েছে। নদী পারাপারের জন্য কোনও স্থায়ী ব্যবস্থা নেই। গত বর্ষার প্রবল জলোচ্ছ্বাসে অস্থায়ী পারাপারের পথ ও নদীর পাড় সম্পূর্ণ ভেঙে পড়ে। মাসের পর মাস কেটে গেলেও প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাতের অন্ধকারে অসুস্থ গুরুপদকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে দেরি হয়। হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়।মৃতের স্ত্রী বাবলি শবর কান্নায় ভেঙে পড়ে জানান, গুরুপদই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। দুই নাবালক সন্তান সূর্য ও শ্রাবন্তী এবং বৃদ্ধ বাবা-মাকে নিয়ে তিনি এখন দিশেহারা। ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়