
মুম্বই, ২ জানুয়ারি (হি.স.): কলকাতা নাইট রাইডার্স কেন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, এই প্রশ্ন তুলে কেকেআর-এর মালিক তথা অভিনেতা শাহরুখ খানকে নিশানা করেছিলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। এ বার মুস্তাফিজুরকে দল থেকে শাহরুখের বাদ দেওয়া উচিত বলে মন্তব্য করল শিবসেনা-ও (ইউবিটি)। শিবসেনা (ইউবিটি)-র মুখপাত্র আনন্দ দুবে বলেন, আইপিএলে ভারতের মাটিতে বাংলাদেশি খেলোয়াড়দের খেলতে দেওয়া উচিত নয়। পাকিস্তানি ও বাংলাদেশি খেলোয়াড়দের এখানে নিষিদ্ধ করা উচিত। তারা আমাদের হিন্দু ভাই ও বোনদের হত্যা করছে। আমাদের ঘৃণা করছে। তাই শাহরুখ খানের অবিলম্বে ওই বাংলাদেশি ক্রিকেটারকে তাঁর দল থেকে বাদ দেওয়া উচিত। এত হইচইয়ের পরেও যদি তিনি এটা না করেন, তাহলে প্রমাণিত হবে, তিনি এই দেশে বাস করে এবং এখানে অর্থোপার্জন করেও এই দেশের মানুষের অনুভূতি বোঝেন না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ