
জাগ্রেব, ২২ জানুয়ারি (হি.স.): ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলা। ভারত-বিরোধী স্লোগানের পর চলল ভাঙচুর! কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।
আমেরিকা, কানাডা, ব্রিটেনের পরে, এ বার পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটল। সে দেশের রাজধানী জাগ্রেবের ভারতীয় দূতাবাসে নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে বৃহস্পতিবার অবাধে ভাঙচুর চালিয়েছে হামলাকারীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবের ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বলয় ভেদ করে প্রবেশ করে আততায়ীরা। অভিযোগ, তারা প্রত্যেকেই ভারত-বিরোধী স্লোগান দিচ্ছিল। দূতাবাসে প্রবেশের পর তারা অবাধে ভাঙচুর চালায়। কিন্তু এর নেপথ্যে কে বা কারা ছিল, তা এখনও জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ