আমেরিকায় তুষারঝড়ের আশঙ্কা, বিপর্যস্ত হতে পারে বিস্তীর্ণ এলাকার জনজীবন
ওয়াশিংটন, ২৪ জানুয়ারি (হি.স.): আমেরিকা জুড়ে সম্ভাব্য তুষারঝড়ের আশঙ্কায় জিনিসপত্র মজুত করার হিড়িক বেড়েছে। শুক্রবার (ভারতীয় সময় শনিবার) বিপণন কেন্দ্রগুলো থেকে বিপুল পরিমাণে প্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করেন স্থানীয়রা। এই ঝড়ে দেশ জুড়ে পরিবহণ ব্য
আমেরিকায় তুষারঝড়


ওয়াশিংটন, ২৪ জানুয়ারি (হি.স.): আমেরিকা জুড়ে সম্ভাব্য তুষারঝড়ের আশঙ্কায় জিনিসপত্র মজুত করার হিড়িক বেড়েছে। শুক্রবার (ভারতীয় সময় শনিবার) বিপণন কেন্দ্রগুলো থেকে বিপুল পরিমাণে প্রয়োজনীয় সামগ্রী কিনে মজুত করেন স্থানীয়রা। এই ঝড়ে দেশ জুড়ে পরিবহণ ব্যবস্থার বিপর্যয়, বিদ্যুৎ বিভ্রাট এবং মারাত্মক ঠান্ডায় অন্তত ১৬ কোটি মানুষ দুর্দশায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়ে 'বিধ্বংসী মাত্রা'য় বরফ জমতে পারে। যার ফলে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, গাছপালার ক্ষতি এবং সড়কগুলি চলাচলের অযোগ্য হতে পারে। শুক্রবার সন্ধ্যা (ভারতীয় সময় শনিবার) থেকে শুরু হয়ে বৃষ্টি ও ভারী তুষারপাত কয়েক দিন ধরে চলতে পারে বলে জানানো হয়েছে।

আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ও মধ্যাঞ্চলের উঁচু সমতল ও পার্বত্য এলাকা থেকে শুরু হয়ে ঝড়টি পূর্বদিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি দেশের বিস্তীর্ণ এলাকায় চরম বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাবে। তীব্র ঠান্ডা বাতাসের কারণে খোলা ত্বকে হাইপোথার্মিয়া ও ফ্রস্টবাইটের মতো প্রাণঘাতী ঝুঁকিও দেখা দিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চল অতিক্রম করবে। এতে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক-সহ বিভিন্ন শহরে ভারী তুষারপাত হতে পারে। কলোরাডো থেকে ওয়েস্ট ভার্জিনিয়া হয়ে বোস্টন পর্যন্ত বিস্তৃত এলাকায় এক ফুটের বেশি বরফ জমতে পারে। নিউইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় রবিবার ভোর থেকে সোমবার পর্যন্ত ১০ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস রয়েছে। একই সময়ে ওই অঞ্চলে অনুভূত তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande