
ইসলামাবাদ, ২৪ জানুয়ারি (হি.স.): পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি বিয়েবাড়িতে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। মৃতদের মধ্যে সরকার সমর্থিত শান্তি কমিটির এক প্রভাবশালী নেতা এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করা এক প্রাক্তন তালিবান সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলায় শান্তি সংগঠনের প্রধান নূর আলম মেহসুদের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই আত্মঘাতী হামলা চালানো হয়। উৎসবের মেজাজে যখন অতিথিরা মগ্ন ছিলেন, ঠিক তখনই এক আত্মঘাতী জঙ্গি সেখানে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদ ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন বহু মানুষ। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির গুরুত্বপূর্ণ নেতা ওয়াহিদুল্লা মেহসুদ ওরফে জিগরি মেহসুদ রয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন এক প্রাক্তন তালিবান সদস্য, যিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে মূল স্রোতে ফেরার চেষ্টা করছিলেন।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই নৃশংস হামলার দায় স্বীকার করেনি। তবে প্রাথমিক তদন্তে পাক গোয়েন্দা সংস্থাগুলোর অনুমান, এই ঘটনার নেপথ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান’ (টিটিপি) জড়িত থাকতে পারে। মূলত শান্তি কমিটির সদস্য ও আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের নিশানা করতেই এই পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার পর গোটা এলাকাটি ঘিরে রেখেছে পাক নিরাপত্তা বাহিনী এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে
হিন্দুস্থান সমাচার / সোনালি