মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সমঝোতার পথে টিক টক
ওয়াশিংটন, ২৩ জানুয়ারি (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে মাঝামাঝি সমাধান খুঁজে নিল সামাজিক মাধ্যমের অ্যাপ টিক টক। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, টিক টক সংক্রান্ত একটি চুক্তিতে ইতিমধ্যেই সই করেছে চিন ও আমেরিকা। এর ফলে অ্যাপট
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সমঝোতার পথে টিক টক


ওয়াশিংটন, ২৩ জানুয়ারি (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে মাঝামাঝি সমাধান খুঁজে নিল সামাজিক মাধ্যমের অ্যাপ টিক টক। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, টিক টক সংক্রান্ত একটি চুক্তিতে ইতিমধ্যেই সই করেছে চিন ও আমেরিকা। এর ফলে অ্যাপটি আপাতত মার্কিন বাজারে কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, ২০২৪ সালে পাস হওয়া দ্বিদলীয় আইনে বলা হয়েছিল, টিক টকের চিনা প্যারেন্ট কোম্পানি বাইটডান্সকে আমেরিকান অপারেশন থেকে নিজেদের আলাদা করতে হবে, নচেৎ ইউএস অ্যাপ স্টোর ও ওয়েব হোস্টিং পরিষেবা থেকে বাদ পড়তে হবে। এই আইনকে সুপ্রিম কোর্টও সর্বসম্মতভাবে বৈধ বলে স্বীকৃতি দেয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা একাধিক নির্বাহী আদেশের ফলে নিষেধাজ্ঞা কার্যকর হলেও অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রে চালু ছিল।

বৃহস্পতিবার টিক টক জানিয়েছে, এখনও মার্কিন ব্যবহারকারীদের জন্য একটি নতুন ইউএস-ভিত্তিক যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গঠন করা হয়েছে, যেখানে মূলত আমেরিকান বিনিয়োগকারীরাই অংশীদার। এই উদ্যোগে ওরাকল, সিলভার লেক ও আবুধাবি-ভিত্তিক এমজিএক্স ভেঞ্চার যৌথভাবে ৪৫ শতাংশ শেয়ারের মালিক হবে। বাকি ৩৫ শতাংশ শেয়ার থাকবে আটটি অন্যান্য বিনিয়োগকারী সংস্থার হাতে, যার মধ্যে ডেল সিইও মাইকেল ডেলের গ্রুপও রয়েছে। বাইটডান্স নিজের কাছে রাখবে ১৯.৯ শতাংশ শেয়ার।

টিক টক আরও জানিয়েছে, মার্কিন সংস্করণটি বিশ্বের অন্যান্য অঞ্চলের অ্যাপের সঙ্গে ইন্টারঅপারেবল থাকবে, ফলে মার্কিন ব্যবহারকারীরাও গ্লোবাল কনটেন্ট দেখতে পারবেন। নতুন উদ্যোগের বোর্ডে থাকবেন টিকটক সিইও শৌ চিউ। ইউএস-ভিত্তিক এই সংস্থার সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডাম প্রেসার।চুক্তির পরবর্তী ধাপে চিনা সরকারের অবস্থান কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande