
কলকাতা, ২৫ জানুয়ারি (হি. স.) : কর্নেল সি কে নাইডু ট্রফির অনূর্ধ্ব - ২৩, এলিট পর্বের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস হার বাঁচাতে লড়াইয়ে বাংলা। মুম্বইয়ের কান্দিভেলির সচিন তেন্ডুলকর জিমখানা মাঠে এই ম্যাচের তৃতীয় দিনে মুম্বইয়ের ৫৩৮ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছে ৮৪.৫ ওভারে ২৮৩ রানে। সুখমীত সিং ৬৫ বলে সর্বাধিক ৬৯ রান করে। রবি কুমার ১০০ বলে ৪১ রানে অপরাজিত। আত্মজ মণ্ডল করে ৯১ বলে ৪৬ রান। নিখিল গিরি নেয় তিনটি উইকেট।
ফলো - অনে বাধ্য হয়ে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩০ ওভারে ৩ উইকেটে ৯৮। বাংলা এখনও ১৫৭ রানে পিছিয়ে রয়েছে মুম্বইয়ের চেয়ে। চন্দ্রহাস দাশ ৮০ বলে ৫০ রানে অপরাজিত। বিশাল ভাটি ৩০ বলে ২১ রানে অপরাজিত। আত্মজ মণ্ডল ৯ বলে ০, রবি কুমার ৩৩ বলে ৬ ও মিলিন্দ মণ্ডল ২৮ বলে ১৮ রান করে। নিখিল গিরি, উমর খান ও মনন ভাট একটি করে উইকেট নিয়েছে। সোমবার হল ম্যাচের শেষ দিন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত