শেষ মুহূর্তের গোলে জয় পেল ইউনাইটেড, পৌঁছে গেল শীর্ষ চারে
ম্যানচেস্টার, ২৬ জানুয়ারি (হি.স.): মাইকেল ক্যারিকের ছোঁয়ায় বদলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পর রবিবার আর্সেনালকে হারিয়ে শীর্ষ চারে উঠে এলো রেড ডেভিলরা। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানই
শেষ মুহূর্তের গোলে জয় পেল ইউনাইটেড,পৌঁছে গেল শীর্ষ চারে


ম্যানচেস্টার, ২৬ জানুয়ারি (হি.স.): মাইকেল ক্যারিকের ছোঁয়ায় বদলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পর রবিবার আর্সেনালকে হারিয়ে শীর্ষ চারে উঠে এলো রেড ডেভিলরা।

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানইউ। প্রথমে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল ইউনাইটেড। ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হতে চলেছিল। শেষ পর্যন্ত ৮৭ মিনিটে কুনিয়া গোল করলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।

২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চারে উঠে এলো ইউনাইটেড। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আর্সেনাল। চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। এদিকে, প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ নম্বরে উঠেছে চেলসি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande