ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি: কিউই বোলারদের তুলোধোনা করে ভারতের জয়
গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে রবিবার রাতের ম্যাচে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত জয় পেল ৮ উইকেটে। সফরকারীদের ১৫৩ রান ১০ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিক ভারত। দেড়শো ছাড়ানো লক্ষ্য তাড়া করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহা
ভারত-নিউ জিল্যান্ড ৩য় টি-টোয়েন্টি: কিউই বোলারদের তুলোধুনা করে ভারতের জয়


গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে রবিবার রাতের ম্যাচে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত জয় পেল ৮ উইকেটে। সফরকারীদের ১৫৩ রান ১০ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিক ভারত।

দেড়শো ছাড়ানো লক্ষ্য তাড়া করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। অভিষেক ২০ বলে ৬৮ অপরাজিত আর সূর্যকুমার ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন।

আর তাতেই উড়ে গেল নিউ জিল্যান্ড। অভিষেকের সঙ্গে সূর্যকুমারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪০ বলে ১০২ রান।

ভারতের হয়ে নিউজিল্যান্ডের উইকেটগুলি নেন বুমরাহ ৩, বিষ্ণোই ২, হার্দিক ২, হর্ষিত ১টি।

প্রথম তিন টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০তে এগিয়ে গেল সূর্যকুমারের দল।

টানা ১১ টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত পাকিস্তানও জিতেছিল টানা ১১ টি-টোয়েন্টি সিরিজ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande