সেরি আ: নাপোলিকে হারিয়ে জয়ে ফিরল ইউভেন্তুস
তুরিন, ২৬ জানুয়ারি (হি.স.): আলিয়াঞ্জ স্টেডিয়ামে রবিবার রাতে সেরি আ-র ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউভেন্তুস নাপোলির বিরুদ্ধে। নাপোলিকে উড়িয়ে এক ম্যাচ পর লিগে জয় পেল তুরিনের দলটি। টানা তিন ড্রয়ের পর গত রাউন্ডে জয় পেয়েছিল নাপোলি। এবার আবার হেরে গেল শি
সেরি আ: নাপোলিকে গুঁড়িয়ে জয়ে ফিরল ইউভেন্তুস


তুরিন, ২৬ জানুয়ারি (হি.স.): আলিয়াঞ্জ স্টেডিয়ামে রবিবার রাতে সেরি আ-র ম্যাচটি ৩-০ গোলে জিতেছে ইউভেন্তুস নাপোলির বিরুদ্ধে। নাপোলিকে উড়িয়ে এক ম্যাচ পর লিগে জয় পেল তুরিনের দলটি।

টানা তিন ড্রয়ের পর গত রাউন্ডে জয় পেয়েছিল নাপোলি। এবার আবার হেরে গেল শিরোপাধারীরা। লিগে এটি তাদের পঞ্চম হার।

প্রথমার্ধে জোনাথান ডেভিড দলকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কেনান ইলদিজ ও ফিলিপ কসতিচ।

এই জয়ে ইউভেন্তুস পয়েন্ট টেবিলেও এক ধাপ এগোল। ২২ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে প্রতিযোগিতাটির রেকর্ড ৩৬ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে চারে রোমা, দলটি একটি ম্যাচ কম খেলেছে।

ইউভেন্তুসের সমান ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে নাপোলি। ৪৬ পয়েন্ট নিয়ে এসি মিলান (২১ ম্যাচ) দুইয়ে ও ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মিলান (২২ ম্যাচ) শীর্ষে আছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande