সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার তৃতীয় জয়, ১-০ গোলে হারল রাজস্থান
গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি. স.) : ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার তৃতীয় জয়| জয়সূচক গোলটি করে সায়ন ব্যানার্জি। খেলায় ৮৯ মিনিটে শেষ মুহূর্তে বাংলার ভাগ্যে শিঁকে ছিঁড়ল। গতবারের চ্যাম্পিয়ন দল বাংলা। এদিন নির্ধারিত সময়ের খেলায় ধরেই নেওয়া হয় যে,
রাজস্থানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলা


গুয়াহাটি, ২৫ জানুয়ারি (হি. স.) : ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলে বাংলার তৃতীয় জয়| জয়সূচক গোলটি করে সায়ন ব্যানার্জি। খেলায় ৮৯ মিনিটে শেষ মুহূর্তে বাংলার ভাগ্যে শিঁকে ছিঁড়ল। গতবারের চ্যাম্পিয়ন দল বাংলা। এদিন নির্ধারিত সময়ের খেলায় ধরেই নেওয়া হয় যে, গোল শূন্যভাবেই শেষ হতে চলেছে খেলা। খেলা এক মিনিট বাকি থাকতেই দ্বিতীয়ার্ধের সময় পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই বাজিমাত সায়নের। যদিও পুরো সময়ের খেলায় গোল করতে ব্যর্থ উভয় দল বাংলা ও রাজস্থান। বাংলার ছেলেরা যে সুযোগ পাই নি এমনটা নয়। তবে, সুযোগের সদ্ব্যবহার করতে গিয়ে পরপর তা হাতছাড়া হয়ে গেছে। এই মুহূর্তে - 'এ' গ্রুপ শীর্ষেই রয়েছে। বাংলা দলের তিন ম্যাচ থেকে ৯ পয়েন্ট সংগ্রহ ও গ্রুপ শীর্ষেই রয়েছে। ঢাকুয়াখানা স্টেডিয়ামে পরপর যথারীতি বাংলার বিরুদ্ধেই খেলতে নেমে নাগাল্যান্ড, উত্তরাখন্ডের পাশাপাশি রাজস্থান ও পরাজিত হল। বিপক্ষের হার অব্যাহত। প্রধান কোচ সঞ্জয় সেন এই প্রসঙ্গে জানিয়েছেন যে, রাজস্থান যে বেকায়দায় ফেলতে বরাবরের মতো সচেষ্ট হবে তা আগেই টিম মিটিংয়ে একাধিকবার জানিয়েছেন তিনি। উল্লেখ্য, অপর খেলায় তামিলনাড়ু কে হারিয়ে দিয়েছে নাগাল্যান্ড।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande