টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১৫০-র বেশি রান তাড়া করে জিতল ভারত
গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.): রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত দ্বিতীয় দ্রুততম ১৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে। মেন ইন ব্লু ঠিক ১০ ওভারেই নিউজিল্যান্ডের ১৫৪ রানে
টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১৫০ প্লাস রান তাড়া করে জিতল ভারত


গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.): রবিবার গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত দ্বিতীয় দ্রুততম ১৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে।

মেন ইন ব্লু ঠিক ১০ ওভারেই নিউজিল্যান্ডের ১৫৪ রানের লক্ষ্য তাড়া করে জয়লাভ করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৯.৪ ওভারে ১৫৫ রানের সফল লক্ষ্য তাড়া করার চেয়ে ধীর গতিতে ছিল।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মার ২০ বলে ৬৮ রান এবং অধিনায়ক সূর্যকুমার যাদবের ২৬ বলে ৫৭ রানের সুবাদে ভারত লক্ষ্যে দ্রুত পৌঁছে যায়। এই জুটি তৃতীয় উইকেটে অপরাজিত ১০২ রানের জুটি গড়ে ভারতকে আট উইকেটে জয়ী করে এবং পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নেয়।

২০ ওভারের ম্যাচে বল বাকি থাকার দিক থেকে ঘরের মাঠে ভারতের এটিই সবচেয়ে বড় জয়। ৬০ বল বাকি থাকতেই এই জয় ভারতের ঘরের মাঠে আগের দ্রুততম জয়কে ছাড়িয়ে যায়, যখন তারা ২০২৪ সালের অক্টোবরে গোয়ালিয়রে ৪৯ বল বাকি থাকতে বাংলাদেশের ১২৯ রানের লক্ষ্য তাড়া করে।

গত ম্যাচে, রায়পুরে কিউইদের ২০৯ রানের লক্ষ্যমাত্রা ১৫.২ ওভারে অতিক্রম করে ভারত টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ বা তার বেশি রান তাড়া করার পাকিস্তানের রেকর্ড ভেঙেছিল।

টি-টোয়েন্টিতে দ্রুততম ১৫০-এর বেশি রান তাড়াকারী (শুধুমাত্র পূর্ণ সদস্য)

**স্কটল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৯.৪ ওভারে ১৫৫ রান তাড়া করে - এডিনবার্গ (২০২৪)

**নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ১০ ওভারে ১৫৪ রান তাড়া করে - গুয়াহাটি (২০২৬)

**ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ১৩.৫ ওভারে ১৫২ রান তাড়া করে - জিকেবারহা (২০২৩)

**দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ১৩.৫ ওভারে ১৬৪ রান তাড়া করে - কিংস্টন (২০২৪)

**ইংল্যান্ড ১৪.৩ ওভারে ১৭০ রান তাড়া করে পাকিস্তানের বিপক্ষে - লাহোর (২০২২)।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande