ডিএমআরসি কোয়ার্টার্সে অগ্নিকাণ্ড, মৃত শিশু সহ এক দম্পতি
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সোমবার গভীর রাতে উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) কোয়ার্টার্সের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এক দম্পতি ও তাঁদের ১০ বছরের কন্যার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তব
আগুন


নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): সোমবার গভীর রাতে উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগরে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) কোয়ার্টার্সের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এক দম্পতি ও তাঁদের ১০ বছরের কন্যার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, কী ভাবে আগুনের সূত্রপাত হল এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, মারা গিয়েছে অজয় কুমার, তাঁর স্ত্রী নীলম এবং তাঁদের শিশু কন্যা জাহ্নবী।

দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানান, রাত ২টা ৩৯ মিনিটে উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগরে অবস্থিত ওই আবাসনের একটি ভবনের পাঁচতলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও, ধোঁয়া ও আগুনে ঝলসে তিন জনের মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande