
পুণে, ৬ জানুয়ারি (হি.স.): প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাডি। জানা গিয়েছে, পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। মঙ্গলবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, ২০১০ সালে দিল্লিতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল প্রয়াত নেতার বিরুদ্ধে। তার জন্য গ্রেফতারও হন কালমাডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। রাজনৈতিক জীবনের উত্থান-পতন এবং ২০১০ সালের কমনওয়েলথ গেমস বিতর্কিত অধ্যায়ের জন্য তিনি ভারতীয় রাজনীতিতে এক চর্চিত ব্যক্তিত্ব ছিলেন।
তিনি মহারাষ্ট্র থেকে সাংসদ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। রাজনীতির পাশাপাশি ক্রীড়া প্রশাসনে কালমাডির আধিপত্য ছিল প্রশ্নাতীত। তিনি দীর্ঘ সময় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ভারতের মাটিতে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল। ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস কালমাডির কর্মজীবনের অন্যতম বড় মাইলফলক হলেও, এটিই তাঁর রাজনৈতিক জীবনের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই প্রতিযোগিতার আয়োজনে বড় মাপের দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। জীবনের শেষ কয়েক বছর তিনি লোকচক্ষুর আড়ালে এবং সক্রিয় রাজনীতি থেকে দূরেই ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ