পঞ্চভূতে বিলীন উত্তরপূর্বে বিজেপির পিতামহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ
শিলচর (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : পঞ্চভূতে বিলীন হয়ে গেছে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির ভীষ্মপিতামহ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ। আজ বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ শিলচর শ্মশানঘাট ‘স্বর্গদ্বার’-এ সম্প
বিজেপির অসম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার শ্রদ্ধা নিবেদন


রাজ্য পুলিশের গান স্যালুট


শিলচর শ্মশানঘাট ‘স্বর্গদ্বার’-এ খণ্ড চিত্র


শিলচরে মন্ত্রী-সাংসদ-বিধায়ক সহ অন্য নেতাদের সঙ্গে দিলীপ শইকিয়া


শিলচর (অসম), ৮ জানুয়ারি (হি.স.) : পঞ্চভূতে বিলীন হয়ে গেছে অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির ভীষ্মপিতামহ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ। আজ বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ শিলচর শ্মশানঘাট ‘স্বর্গদ্বার’-এ সম্পূৰ্ণ রাজ্য মর্যাদায় প্রয়াত জনপ্রিয় নেতা কবীন্দ্র পুরকায়স্থের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীকে গান স্যালুট দিয়ে বিদায়ী শ্রদ্ধা জানানো হয়। এদিকে বিজেপি, কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দল এবং সংগঠনের প্রতিনিধি সমেত অসংখ্য মানুষের উপস্থিতিতে চিতায় প্রয়াত বাবার মুখাগ্নি করেছেন একমাত্র পুত্র কণাদ পুরকায়স্থ।

গতকাল বুধবার শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগভোগে প্রয়াত হয়েছিলেন অসম সহ উত্তরপূর্বে ভারতীয় জনতা পাৰ্টিকে মহীরূহের রূপ প্রদানের অন্যতম কারিগর দলের নিবেদিতপ্রাণ কবীন্দ্র পুরকায়স্থ। আজ সকালে নতুনপট্টিতে তাঁর নিজস্ব বাসভবনে শাস্ত্রীয় বিধিবিধান অনুযায়ী ক্রিয়াকর্মাদি সম্পন্নের পর কবীন্দ্ৰ পুরকায়স্থের মরদেহ সুসজ্জিত শকটে তুলে শোকমিছিল করে নিয়ে যাওয়া হয় ইটখলায় দলীয় কার্যালয়ে। সেখানে দলের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কার্যকর্তারা তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

দলীয় কার্যালয় থেকে ফের শোকমিছিল করে প্রয়াত নেতার নশ্বর দেহবাহী শকট নিয়ে যাওয়া হয় জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-র ময়দানে। সেখানে উত্তরপূর্ব ভারতে দক্ষিণপন্থী রাজনীতির অগ্রদূতকে শেষ শ্ৰদ্ধা জানান দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, প্রাক্তন বিধায়ক তথা ভাষিক সংখ্যালঘু পর্ষদের অধ্যক্ষ শিলাদিত্য দেব, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি)-এর সাংসদ কৃপানাথ মালা, প্রাক্তন সাংসদ (রাজ্যসভা) মিশনরঞ্জন দাস, রাজ্যসভার সদস্য তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব, কংগ্রেস নেতা অজিত সিং, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, বরাক উপত্যকার বেশ কয়েকজন বিধায়ক সহ বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিবর্গ প্রমুখ বহুজন। তাঁরা প্রয়াত নেতার নশ্বর দেহে পুষ্পাঞ্জলি অর্পণ করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

ডিএসএ ময়দান থেকে কবীন্দ্র পুরকায়স্থের মরদেহবাহী শকট নিয়ে যাওয়া হয় অম্বিকাপট্টিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয় কেশব নিকেতনে। কেশব নিকেতনে স্বয়ংসেবকরা প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানান।

কেশব নিকেতন থেকে শোকমিছিল করে প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ নিয়ে আসা হয় শিলচর শ্মশানঘাট ‘স্বর্গদ্বার’-এ। এখানে অসংখ্যজন চোখের জলে শেষ বিদায় দিয়েছেন তাঁদের প্রিয় নেতাকে। গোটা অন্ত্যেষ্টিক্রিয়া পর্বে বেদ-উপনিষদের মন্ত্র পাঠ করেছেন বেশ কয়েকজন শাস্ত্রীয় পণ্ডিত।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande