দিল্লিতে তৃণমূল সাংসদদের হেনস্থায় সরব মমতা
কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে অবস্থান করা দলীয় সাংসদদের পুলিশ কার্যত চ্যাংদোলা করে থানায় নিয়ে যাওয়ায় সরব হলেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির মামল
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে অবস্থান করা দলীয় সাংসদদের পুলিশ কার্যত চ্যাংদোলা করে থানায় নিয়ে যাওয়ায় সরব হলেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির মামলায় আইপ্যাকে ইডি-র তল্লাশি চালানোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে এবং ওই ঘটনার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরে অবস্থানে বসেছিলেন তৃণমূল সাংসদেরা। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এর পরেই মমতা বলেছেন, আমাদের সাংসদদের সঙ্গে হওয়া লজ্জাজনক, অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরে গণতান্ত্রিক প্রতিবাদ দেখানোর জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা আইনশৃঙ্খলা রক্ষা নয়। এটা হল উর্দির আড়ালে অহঙ্কার। এটা গণতন্ত্র, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়। এই সূত্রেই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাঁর সংযোজন, বিজেপি নেতারা প্রতিবাদ করলে লাল গালিচা পেতে বিশেষ সুবিধা দেওয়া হয়। আর বিরোধী দলের সাংসদেরা কথা বললে টেনে নিয়ে গিয়ে আটক করা হয়। অপমান করা হয়। পাশাপাশি, বিজেপি নেতৃত্বের উদ্দেশে মমতার বার্তা, সম্মান পারস্পরিক। আপনারা আমাদের সম্মান করলে আমরাও সম্মান করব। আপনারা যদি আমাদের রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যান, তা হলে আমরা আপনাদের আবার টেনে ফিরিয়ে আনব সংবিধানসম্মত সহনশীলতা, গণতান্ত্রিক নৈতিকতার পথে। এটাই আমাদের ভারত। গণতন্ত্রে কে মর্যাদার যোগ্য, তা কোনও সরকার, দল বা স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দেওয়ার অধিকারী নয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande