শান্তিরবাজারে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু
শান্তিরবাজার (ত্রিপুরা), ৯ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলায় ট্রেনের ধাক্কায় ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার শান্তিরবাজার মহকুমার দুর্গরাই পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম তুষার রিয়াং। পুলিশ সূত্রে জানা
মৃতদেহ উদ্ধার


শান্তিরবাজার (ত্রিপুরা), ৯ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলায় ট্রেনের ধাক্কায় ১৭ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার শান্তিরবাজার মহকুমার দুর্গরাই পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরের নাম তুষার রিয়াং।

পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা–সাব্রুম যাত্রীবাহী ট্রেনটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কিশোরটি রেললাইনের কাছে অবস্থান করছিল। সেই সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande