আইপ্যাক-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পথে মিছিল
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : ‘আইপ্যাক’-এর সল্টলেকের দফতর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর দু’টো নাগাদ নিজে পথে নামবেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্
আইপ্যাক-কাণ্ডের প্রতিবাদে শুক্রবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পথে মিছিল


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : ‘আইপ্যাক’-এর সল্টলেকের দফতর এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর দু’টো নাগাদ নিজে পথে নামবেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সকালে পুরনো কয়লা পাচার মামলায় আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডির দিল্লির আধিকারিকরা। তল্লাশি চালানো হয় আইপ্যাকের অফিসেও। ১২টার পর প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন।

প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে ইডির বিরুদ্ধে তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করার অভিযোগ করেন মমতা। তিনি আরও বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। নটি হোম মিনিস্টার।” তৃণমূল নেত্রীর সাফ কথা, “এগুলি আমার দলের। আমি নিয়ে যাচ্ছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande