নানা শ্রেণীর ভোটদাতাকে এসআইআর-র শুনানীতে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি
কলকাতা, ৮ জানুযারি (হি.স.) : নির্দিষ্ট কিছু শ্রেণীর ভোটদাতাকে এসআইআর-এর শুনানীতে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করল নির্বাচন কমিশন। সরকারি কর্মচারী, সামরিক ও আধাসামরিক কর্মী এবং পাবলিক সেক্টরের কর্মচারীদের জন্য এ
এসআইআর-র শুনানী


কলকাতা, ৮ জানুযারি (হি.স.) : নির্দিষ্ট কিছু শ্রেণীর ভোটদাতাকে এসআইআর-এর শুনানীতে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করল নির্বাচন কমিশন।

সরকারি কর্মচারী, সামরিক ও আধাসামরিক কর্মী এবং পাবলিক সেক্টরের কর্মচারীদের জন্য এই শুনানিতে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পড়াশোনা, হাসপাতালে ভর্তি এবং বেসরকারি খাতে কর্মসংস্থানের উদ্দেশ্যে রাজ্য থেকে সাময়িকভাবে দূরে থাকা পড়ুয়া এবং অন্যান্য ব্যক্তিদের (অ-ম্যাপযুক্ত এবং যৌক্তিক অসঙ্গতির ক্ষেত্রে) শুনানিতে ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়ার কথাও জানিয়েছে কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande