ফেব্রুয়ারিতে ভারতে আসছেন মাক্রোঁ, জানালেন ফরাসি রাষ্ট্রপতি নিজেই
প্যারিস, ৯ জানুয়ারি (হি.স.): ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ, ফ্রান্সের রাষ্ট্রপতি নিজেই এমনটা জানিয়েছেন। তিনি বলেন, গত বছর, আমরা এআই-এর ওপর একটি শীর্ষ সম্মেলন করেছি এবং সমগ্র বিশ্ব আমাদের দেখতে এসেছিল, আমাদের সঙ্গে প
ফেব্রুয়ারিতে ভারতে আসছেন মাক্রোঁ


প্যারিস, ৯ জানুয়ারি (হি.স.): ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ, ফ্রান্সের রাষ্ট্রপতি নিজেই এমনটা জানিয়েছেন। তিনি বলেন, গত বছর, আমরা এআই-এর ওপর একটি শীর্ষ সম্মেলন করেছি এবং সমগ্র বিশ্ব আমাদের দেখতে এসেছিল, আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী ছিলেন। পরের মাসে, আমি প্রচেষ্টাগুলি অনুসরণ করার জন্য ভারতে যাচ্ছি। আমরা ভারতের সঙ্গে একটি আন্তর্জাতিক চুক্তি তৈরি করতে সক্ষম হয়েছি, যা বহুপাক্ষিকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে, এমন কিছু যা উদ্ভাবনে বিশ্বাস করে কিন্তু ন্যায্য নিয়ন্ত্রণও চায়।

ইমানুয়েল মাক্রোঁ বলেন, আমরা নাইরোবি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, যা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা আমাদের উদ্যোক্তা তৈরিতে কাজ করার জন্য এই বৈপ্লবিক পদ্ধতি প্রদর্শনের সুযোগ করে দেবে। আমি প্রধানমন্ত্রী মোদী এবং জার্মান চ্যান্সেলরকেও নাইরোবিতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। মাক্রোঁ আরও বলেন, আমরা ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করব এবং বিরল পৃথিবীর খনিজ পদার্থের ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande