দীর্ঘায়ু কামনা করে জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়শঙ্করের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ডঃ এস জয়শঙ্ক
দীর্ঘায়ু কামনা করে জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয়শঙ্করের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লেখেন, ডঃ এস জয়শঙ্কর জি-কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। তিনি একজন বিশিষ্ট কূটনীতিক হিসেবে দেশের সেবা করেছেন এবং এখন ভারতের বিদেশ নীতি ও বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এখন ফ্রান্সে রয়েছেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাক্রোঁকে শুভেচ্ছা বার্তাও জানান জয়শঙ্কর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande