
।। রাজীব দে ।।
ঢাকা, ৯ জানুয়ারি (হি.স.) : ঢাকার শিল্পনগরী নারায়ণগঞ্জের ফতুল্লায় এক রাজকীয় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠান পানাম গ্রুপের ‘বার্ষিক উৎসব ২০২৫’ এবং ‘শুভ নববর্ষ ২০২৬ বরণ’। রামারবাগের বিশাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয়েছিল শ্রমিক-মালিকের এক অনন্য মিলনমেলায়।
পানাম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটিড (ইউনিট-১) এবং বি-কন নিট ওয়্যার লিমিটিড (ইউনিট-১)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবে প্রায় দশ হাজার কর্মকর্তা ও শ্রমিক অংশগ্রহণ করেন। রঙিন সাজে সজ্জিত বিশাল মঞ্চ আর কর্মীদের আনন্দঘন উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। বিগত বছরের কাজের সাফল্য উদযাপন এবং নতুন বছরকে নতুন উদ্যমে বরণ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের দাতা-সদস্য অমল পোদ্দারকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান কমার্শিয়াল ব্যাংক অব সিলনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অসীম জোয়ার্দার।
শুভেচ্ছা বিনিময়ের পর এমডি অমল পোদ্দার এবং ডিরেক্টর অনিক পোদ্দার আগত অতিথিদের (ব্যাংক কর্মকর্তা ও অসীম জোয়ার্দার) উত্তরীয় পরিয়ে দিয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন।
সাফল্যের এই মাহেন্দ্রক্ষণে এমডি অমল পোদ্দার বলেন, আমাদের এই সাফল্যের মূল কারিগর আমাদের নিবেদিতপ্রাণ শ্রমিক-কর্মচারী ভাইয়েরা। ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের পর ২০২৬ সালে আমরা বৈশ্বিক বাজারে পানাম গ্রুপকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। মানসম্মত উৎপাদন এবং কর্মীদের কল্যাণই আমাদের মূল চালিকাশক্তি।
সাংস্কৃতিক আয়োজন ও র্যা ফেল ড্র. দিনভর আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও নৃত্যের তালে কর্মীরা এক আনন্দঘন সময় অতিবাহিত করেন। অনুষ্ঠানের শেষভাগে র্যানফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
কর্মকর্তাদের জন্য প্রথম পুরস্কার মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ২৪০ লিটারের ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল ১৫০ লিটারের ফ্রিজ।
স্টাফদের জন্য প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার নোট-১৪ প্রো ৫-জি স্মার্টফোন এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় ওয়াশিং মেশিন।
শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও পানাম গ্রুপ কর্মীদের সাথে নিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস