বিহারের নৌকাডুবিতে মৃত দুই, নিখোঁজ এক
পূর্ব চম্পারণ, ১২ অক্টোবর (হি. স.): বিহারের এক নদীতে তীব্র বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় মোট ১৪ জন ছিলেন, যারা পশু চারণের জন্য চারা নিয়ে ফিরছিলেন । নৌকাডুবিতে কাইলাশ সহনি মারা যান। মুকেশ সহনি এখনও নিখোঁজ, আর বাবুলাল সহনির মৃতদেহ রবিবার
বিহারের নৌকাডুবিতে মৃত দুই, নিখোঁজ এক


পূর্ব চম্পারণ, ১২ অক্টোবর (হি. স.): বিহারের এক নদীতে তীব্র বাতাসের কারণে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকায় মোট ১৪ জন ছিলেন, যারা পশু চারণের জন্য চারা নিয়ে ফিরছিলেন । নৌকাডুবিতে কাইলাশ সহনি মারা যান। মুকেশ সহনি এখনও নিখোঁজ, আর বাবুলাল সহনির মৃতদেহ রবিবার উদ্ধার করা হয়েছে। নৌকায় থাকা অন্য ১১ জন মানুষ সাঁতার কেটে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হন।

রবিবার স্থানীয়রা জানিয়েছেন, নৌকা উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার শুনে হুলস্থুল পড়ে যায়। সবাই একে অপরের সাহায্য করার চেষ্টা করে। কাইলাশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁর মৃত্যু হয়। নিখোঁজ মুকেশ সহনির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

নৌকায় থাকা ব্যক্তিরা হলেন রাজু সহনি, সত্য নারায়ণ সহনি, বিস্কো সহনি, রাধেশ্যাম সহনি, বিজয় সহনি, জঙ্গলি সহনি, দিলীপ সহনি, কাইলাশ সহনি, গোপাল প্রসাদ, শিবপূজন সহনি, তুফানি সহনি, মুকেশ সহনি, বাবুলাল সহনি এবং গোবরি সহনি।পুলিশ ও স্থানীয়রা নিখোঁজ মুকেশ সহনির খোঁজে তৎপর রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande