
হাফলং (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডর তথা ২৭ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছেন ডিমা হাসাওয়ের ডিস্ট্ৰিক্ট ম্যাজিস্ট্ৰেট তথা জেলাশাসক মুনীন্দ্রনাথ নাগাতে।
এক বিজ্ঞপ্তিযোগে বিএনএসএস-এর ১৬৩ ধারা বলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন জেলাশাসক। ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মাণকাজে যাতে কেউ বাধার সৃষ্টি করতে না পারে এবং জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে সড়ক নির্মাণকাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ (নাহাই)-এর নির্মাণ স্থলের কাছে পাঁচজনের বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। জারিকৃত নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সতর্ক করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব