ভারত বাংলাদেশ সীমান্তে ধৃত ১, আদালতে পেশ
চাপড়া, ১৫ ডিসেম্বর (হি. স.) : নদীয়া জেলার চাপড়ায় নিষিদ্ধ কাশির সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে অভিযান চালিয়ে এক আন্তর্জাতিক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পর
তল্লাশি অভিযান চলছে নদীয়ার চাপড়াতে


চাপড়া, ১৫ ডিসেম্বর (হি. স.) : নদীয়া জেলার চাপড়ায় নিষিদ্ধ কাশির সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে অভিযান চালিয়ে এক আন্তর্জাতিক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জাহাঙ্গীর শেখ। রবিবার হাতেনাতে ধরা পড়েছে। চাপড়া থানার বাদলাঙ্গি এলাকার বাসিন্দা তিনি। এক স্কুটারে চেপেই সে পদ্মমালা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিল। তার সঙ্গে ছিল একটি ট্রাভেল ব্যাগ, যার মধ্যেই লুকানো ছিল বহু নিষিদ্ধ কাশির সিরাপ।

গোপন সূত্রে খবর পেয়েই চাপড়া থানার পুলিশ নামে অভিযানে। ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মরমলা এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার ব্যাগ থেকেই মেলে ১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাঁটাতারের বেড়া পার করে দিতেই সে সিরাপগুলি নিয়ে বেরিয়েছিল। জেরায় স্বীকার করেছে যে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তার। উদ্ধারকৃত সিরাপের আন্তর্জাতিক বাজারমূল্য যথেষ্টই বেশি।

উল্লেখ্য পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মামলা রুজু করেছে। সোমবার ধৃতকে কৃষ্ণনগর এনডিপিএস আদালতে পেশ করা হয়। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande