
ধর্মনগর (ত্রিপুরা), ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে পুলিশ বড়সড় সাফল্য পেল মাদকবিরোধী অভিযানে। সোমবার তিন মহিলাকে গ্রেফতার করে তাদের কাছ থেকে প্রায় ৪৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানের মাধ্যমে একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় অভিযুক্ত তিন মহিলাকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের কালোবাজারি মূল্য আড়াই কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতরা দীর্ঘদিন ধরেই একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন গোপন কৌশল অবলম্বন করে রাজ্যের বিভিন্ন অংশে মাদক পরিবহন করত।
গ্রেফতার হওয়া মহিলারা হলেন উদয়পুরের কাকরাবান এলাকার বাসিন্দা সোফিয়া বেগম (কাল্পনিক নাম) ও মিলি বিবি (কাল্পনিক নাম) এবং সোনামুড়া এলাকার বাসিন্দা কমলা বেগম (কাল্পনিক নাম)।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।
এ প্রসঙ্গে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, জেলায় মাদক পাচারের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আরও বলেন, আগামীদিনেও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আরও কঠোরভাবে চালানো হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ