টেট উত্তীর্ণদের নাম মেধা তালিকা থেকে বাদ, টিআরবিটি দফতরে বিক্ষোভ
আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সোমবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা (টিআরবিটি) কার্যালয়ে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। টেট-১ ও টিইটি-২ পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০ জন প্রার্থী সম্প্রতি প্রকাশিত মেধা তালিকা থেকে নিজেদের নাম বাদ পড়ার কারণ
বিক্ষোভ


আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সোমবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা (টিআরবিটি) কার্যালয়ে উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছে। টেট-১ ও টিইটি-২ পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৬০ জন প্রার্থী সম্প্রতি প্রকাশিত মেধা তালিকা থেকে নিজেদের নাম বাদ পড়ার কারণ জানতে টিআরবিটি কার্যালয়ে উপস্থিত হন।

প্রার্থীদের অভিযোগ, চলতি বছরের জুলাই মাসে তারা নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দিয়ে নথি যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। সেই সময় সংশ্লিষ্ট কোনও কর্মকর্তাই তাদের যোগ্যতা নিয়ে কোনও আপত্তি তোলেননি। কিন্তু শনিবার মেধা তালিকা প্রকাশের পর দেখা যায়, তাদের কারও নামই তালিকায় নেই।

এই ঘটনায় হতবাক হয়ে প্রার্থীরা টিআরবিটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন, তবে দেখা করতে পারেননি। পরে তারা কন্ট্রোলারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রার্থীদের দাবি, কন্ট্রোলার তাদের জানান যে ১৮ মাসের কোর্স গ্রহণযোগ্য নয়। তবে প্রার্থীরা এই যুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, তাদের কোর্সটি কোথাও ১৮ মাসের বলে উল্লেখ নেই, বরং এটি স্পষ্টভাবে দুই বছরের কোর্স।

প্রার্থীরা আরও বলেন, নথি যাচাইয়ের সময় তাদের কখনোই জানানো হয়নি যে তারা এই নিয়োগ প্রক্রিয়ার বাইরে রয়েছেন। যাচাইয়ের সময় কর্তৃপক্ষ যে সব নথি চেয়েছিল, তারা সেগুলি যথাযথভাবে জমা দিয়েছেন। এমন পরিস্থিতিতে হঠাৎ করে মেধা তালিকা থেকে নাম বাদ পড়া সম্পূর্ণ অযৌক্তিক বলে তারা মনে করেন।

ক্ষতিগ্রস্ত প্রার্থীদের মধ্যে অনেকেই বর্তমানে বেসরকারি স্কুলে শিক্ষকতা করছেন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আশায় কঠোর পরিশ্রম করার পর এমন পরিস্থিতিতে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।

ঘটনায় হস্তক্ষেপের আবেদন জানিয়ে প্রার্থীরা মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। তাদের বক্তব্য, তারা কোনও বিশেষ সুবিধা নয়, কেবল ন্যায়বিচারই প্রত্যাশা করছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande