কলকাতা, ১৩ অক্টোবর, (হি.স.): তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির দ্বিমুখী চরিত্রকে কটাক্ষ করলেন বিজেপি-র সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা সোমবার এক্সবার্তায় লিখেছেন, “কল্যাণ ব্যানার্জি একসময় ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অপারেশন সিন্দুর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন এবং কাশ্মীরের একটি অংশকে আজাদ কাশ্মীর বলে অভিহিত করেছিলেন।
তিনি এখন পহেলগামে পারিবারিক ছুটি উপভোগ করছেন। যে সেনাবাহিনীকে তিনি একসময় অপমান করেছিলেন, সেই সেনাবাহিনীই এখন তাঁর সাথে ছবি তুলছে, অন্যদিকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নিরাপত্তার অধীনে অবাধে ঘুরে বেড়াচ্ছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত