দুর্গাপুর, ১৩ অক্টোবর (হি.স.): পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। দুর্গাপুর পুরনিগমের অস্থায়ী এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ধৃত তিন জনকে আদালতে হাজির করানো হয়েছিল। রাতে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, সে দুর্গাপুুর পুরনিগমের সঙ্গে যুক্ত। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজ মেলেনি। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।
দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অভিযোগকারী তরুণী। বর্তমানে সে হাসপাতালে আছে। এই ধর্ষণের ঘটনা চাউর হতেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা