কোচবিহার, ১৩ অক্টোবর (হি.স.): তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহারের তুফানগঞ্জ শহরের বিজেপি কার্যালয়ের সামনে।
জানা গেছে, এদিন দুর্গাপুর কাণ্ডের প্ৰতিবাদে তুফানগঞ্জে বিক্ষোভের ডাক দেয় বিজেপি। বিজেপি বিধায়ক সেখানে পৌঁছলে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুইপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। ঘটনায় তুফানগঞ্জের প্রধান রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ