ফুলবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শিলিগুড়ি, ১৩ অক্টোবর (হি.স.) : সোমবার শিলিগুড়ির ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম জগদীশ বর্মণ। জানা গেছে, সোমবার সকালে জগদীশের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাকে ডাক
ফুলবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


শিলিগুড়ি, ১৩ অক্টোবর (হি.স.) : সোমবার শিলিগুড়ির ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম জগদীশ বর্মণ।

জানা গেছে, সোমবার সকালে জগদীশের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাকে ডাকলেও কোনও সাড়াশব্দ পায়নি। এরপর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জগদীশকে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande