দুর্গাপুর, ১৩ অক্টোবর (হি.স.): দুর্গাপুরে ধর্ষিতা নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা না করা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু। এদিন তিনি দুর্গাপুরে বিক্ষোভ কর্মসূচিতেও যোগ দেন। সেখানে দোষীদের শাস্তির দাবি জানান শুভেন্দু। উল্লেখ্য, দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা