জলবায়ু পরিবর্তনে চিন্তায় লাহুল-স্পিতির আপেল চাষীরা
শিমলা, ১৪ অক্টোবর (হি.স.): শীতল মরুভূমি হিসেবে পরিচিত লাহুল ও স্পিতি আপেল চাষের জন্য বিখ্যাত। কিন্তু, সাম্প্রতিক বেশ কিছু ধরে ধরে জলবায়ু পরিবর্তনে অস্থিরতার মুখোমুখি লাহুল-স্পিতি। একসময় হালকা বৃষ্টিপাত ও অত্যধিক শীতকালীন তুষারপাতের বৈশিষ্ট্যে থাকা
জলবায়ু পরিবর্তনে চিন্তায় লাহুল-স্পিতির আপেল চাষীরা


শিমলা, ১৪ অক্টোবর (হি.স.): শীতল মরুভূমি হিসেবে পরিচিত লাহুল ও স্পিতি আপেল চাষের জন্য বিখ্যাত। কিন্তু, সাম্প্রতিক বেশ কিছু ধরে ধরে জলবায়ু পরিবর্তনে অস্থিরতার মুখোমুখি লাহুল-স্পিতি। একসময় হালকা বৃষ্টিপাত ও অত্যধিক শীতকালীন তুষারপাতের বৈশিষ্ট্যে থাকা এই অঞ্চলটি সাম্প্রতিক সময়ে আবহাওয়ার ধরণে নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। এই বছর, অক্টোবরের প্রথম সপ্তাহে অসময়ে ভারী তুষারপাত কৃষকদের, বিশেষ করে যারা আপেল চাষের উপর নির্ভরশীল, তাঁদের বিপর্যস্ত করে তুলেছে।

তুষারপাত এমন এক সঙ্কটময় সময়ে হয়েছে, যখন আপেল গাছ থেকে কাটার জন্য প্রস্তুত ছিল। ফল সংগ্রহের পরিবর্তে, কৃষকরা হতাশায় ছিলেন। তুষারপাতের ফলে আপেলের পাশাপাশি গাছেরও ক্ষতি হয়েছে। উপত্যকার বাগানগুলি এবার মারাত্মক ক্ষতি হয়েছে এবং অনেক কৃষক ৮০ শতাংশ পর্যন্ত ফসলের ক্ষতির কথা জানিয়েছেন। স্থানীয় কৃষক রমেশ রুলবা বলেন, বছরের পর বছর ধরে আমরা যা দেখেছি, তার মধ্যে এবার সবচেয়ে খারাপ অবস্থা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande