দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে নিগ্রহ! তদন্তে পুলিশ
নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের বি.টেক ছাত্রীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশের কাছে ছাত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যে জায়গায় নতুন নির্মাণ হচ্ছে, সেখানে চার জন ত
দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীকে নিগ্রহ! তদন্তে পুলিশ


নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.): দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের বি.টেক ছাত্রীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। পুলিশের কাছে ছাত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যে জায়গায় নতুন নির্মাণ হচ্ছে, সেখানে চার জন তাঁকে ঘিরে ধরে। তাঁর জামাকাপড় ছিঁড়ে দেয় তারা। তাঁর গায়ে হাত দেয় ও গণধর্ষণের চেষ্টা করে। পুলিশ জানায়, সোমবার বিকেলে ওই ছাত্রী ফোন করে অভিযোগ জানান। সেই ফোন পেয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ে যায় ও তদন্ত শুরু করে। মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে ছাত্রীকে যৌন নিগ্রহের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande