দুর্গাপুর, ১৬ অক্টোবর (হি.স.) : দুর্গাপুরের বিজড়া গ্রামে অনাখ্য উদ্বেগ ও লজ্জার ঢেউ। বিগত শুক্রবার রাতে কলেজ থেকে খাবার খেতে বের হওয়ার পর জঙ্গলে নিয়ে গিয়ে ওড়িশার এক মেডিক্যাল ছাত্রীকে গোষ্ঠীবলে ধর্ষণের অভিযোগে গ্রাম থেকেই পাঁচজন যুবক গ্রেফতার হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে গ্রামের মানুষগুলো শোকে ও ক্ষোভে এক সুসমেত।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে অভিযুক্তদের নাম— শেখ নাসিরউদ্দীন (দুর্গাপুর পুরসভার ঠিকাকর্মী), সেখ সফিকুল, সেখ রিয়াজউদ্দীন (প্রাক্তন অস্থায়ী কর্মী), ফিরদৌস সেখ ও অপু বাউরি। তারা সবাই একই বিজড়া গ্রামের বাসিন্দা। ঘটনার তদন্ত ও মামলা রুজু করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে; নির্যাতিতার সহপাঠীকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
গ্রামের প্রবীণ আবু জাফর মল্লিক বলেন, “এই ঘটনার পর গ্রামেরই লজ্জায় মাথা নত। আমাদের শান্ত গ্রাম এ ধরনের কিছুর কোনও স্থান নেই। যদি প্রকৃত দোষীরা প্রমাণিত হয়, তাদের কড়া শাস্তি চাই আমরা।” তিনি আরও জানান, আগে এমন ঘটনা তাদের এলাকায় ঘটেনি এবং তারা দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন।ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সমাজে ক্ষোভ ও উদ্বেগের মাঝেই পুলিশ ও প্রশাসনের তদারকি জোরকরে বাড়ানো হয়েছে; ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা