দক্ষিণ দিনাজপুর, ১৬ অক্টোবর (হি.স.) : জাল নথি তৈরি করে দুর্নীতি করার অভিযোগ উঠেছে সরকারি কর্মীদের বিরুদ্ধে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার (বিএলআরও) দফতরের কর্মী। বুধবার গ্রেফতার করা হয়েছে বিএলআরও অফিসের দুই কর্মীকে। খবরটি প্রকাশ্যে এসেছ বৃহস্পতিবার।
এই দুর্নীতি করেই রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গেই মাঝপথে গায়েব হয়ে গিয়েছে টাকা। পুলিশ সূত্রে খবর, বিষ্ণু বর্ধন মাহাতো ও পার্থ দাস নামের ওই দুই কর্মীকে বৃহস্পতিবার, বালুরঘাট জেলা আদালতে তোলা হবে। জানা গিয়েছে, বিষ্ণু ওই অফিসের আমিন এবং পার্থ একজন আপার ডিভিশন ক্লার্ক।
পুলিশ সূত্রের খবর, ওই অফিসে অনলাইন চালান নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। এই নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন ওই অফিসের আধিকারিক রণেন্দ্রনাথ মণ্ডল। এই দুর্নীতি নিয়ে একাধিক নথিও জমা দিয়েছিলেন তিনি। এর পরেই গত জুলাই মাসে তদন্ত করতে বালুরঘাট ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে এসেছিল নবান্নের অর্থ দফতরের একটি স্পেশাল অডিট টিম। এক সপ্তাহ ধরে তদন্ত চালানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত