রায়পুর, ১৬ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের কাঁকেড় জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ৩০-এ জাতীয় সড়কে ।
পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গলওয়ার কলেজের কাছে যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে জোরে ধাক্কা খায়। ঘটনায় ১২ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে সিআরপিএফের দুই জওয়ানও রয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘন কুয়াশার কারণে চালক সামনের দিকটা স্পষ্ট দেখতে পাননি। অতিরিক্ত গতিতে থাকা বাসটি সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে দেখতে না পেয়ে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য