হুগলি, ১৬ অক্টোবর, (হি.স.): সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে চুঁচুড়ায়। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়ে অবাক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
হুগলী চুঁচুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর এলাকায় একটি সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অসিত মজুমদার। সেখানে গিয়ে দেখেন, সংশ্লিষ্ট সরকারি জমিটি ইতিমধ্যেই পাকাপাকিভাবে দখল করে নেওয়া হয়েছে। একটি জলাশয়ের পারে পাকা নির্মান করা হয়েছে। রাবিশ ফেলে সমান করা হয়েছে। এই দৃশ্য দেখে নিজের ক্ষোভে উগরে দেন বিধায়ক।
বিধায়কের দাবি, “এটি সম্পূর্ণ বেআইনি কাজ। আমি জেলাশাসক, বিএলআরও, অতিরিক্ত জেলাশাসক ভূমি দফতর এবং চুঁচুড়া থানার আইসির কাছে বিষয়টি লিখিত ভাবে জানাবো। কোনওভাবেই বেআইনি দখলদারি বরদাস্ত করব না।”
তিনি বলেন, “যদি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি বিষয়টি জেনে থাকেন এবং প্রশাসনকে না জানান, তাহলে আমি দলীয় নেতৃত্বকে বিষয়টি জানাবো। দল সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত