দক্ষিণ দিনাজপুর, ১৬ অক্টোবর (হি.স.) : সরকারি বাসে কনডাক্টরকে বেধড়ক মারধরের অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার গঙ্গারামপুর থানায় যান আক্রান্ত কন্ডাক্টর রাজু চৌধুরী। আক্রান্ত বাসকর্মীর হয়ে সরব তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
গঙ্গারামপুর থানার ঠেঙাপাড়ায় বুধবার রাতে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযোগ উঠেছে এক যাত্রী ও তাঁর পরিচিতদের বিরুদ্ধে। পুরো বিষয়টি যাতে পুলিশ সঠিক ভাবে খতিয়ে দেখেন তার জন্য গঙ্গারামপুর থানার আইসি-কে জানিয়েছেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি। তবে এই ঘটনায় এখনো পুলিশ কাউকে আটক বা গ্রেফতারের খবর এখনও পাওয়া যায়নি।
অভিযোগ, এক যাত্রী তাঁর বাবা ও মাকে নিয়ে বাসে উঠেছিলেন। কন্ডাক্টর ওই যাত্রীকে ভিতরের দিকে যেতে বলেছিলেন। তাতেই ক্ষেপে যান তিনি। কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়ান। বাস ঠেঙাপাড়ায় পৌঁছতেই একদল লোক উঠে কার্যত তাণ্ডব চালায় বাসে। কনডাক্টরকে মারধরের পাশাপাশি বাসের অন্য যাত্রীদের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, যাঁরা বাসে উঠেছিলেন তাঁরা অভিযুক্ত যাত্রীর পরিচিত। কন্ডাক্টরের দাবি, ওই যাত্রী মোবাইল ফোনে তাঁর পরিচিতদের খবর দিয়ে ডেকে আনেন। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, NBSTC-র মালদা থেকে বালুরঘাটগামী যাত্রীবোঝাই বাসটিকে থানায় ঢুকিয়ে দেওয়া হয়। পরে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কন্ডাক্টর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত