নার্নৌল, ১৬ অক্টোবর (হি.স.): হরিয়ানার নার্নৌলে গাড়ি ও বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে জল মহলের কাছে । ঘটনায় এক বৃদ্ধর মৃত্যু হয়। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধের নাম প্রমোদ (৭১) । তিনি মহল্লা প্রাণপুরার বাসিন্দা। এদিন সকালে তিনি বাইকে করে জলমহল হয়ে একটি গ্রামে যাচ্ছিলেন। জলমহল থেকে কিছুটা দূরে পৌঁছানোর সময় একটি দ্রুতগামী গাড়ি (পিকআপ ভ্যান) তাঁকে ধাক্কা দেয় । তাতে তিনি গুরুতর আহত হন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন