অনুপপুরে পথ দুর্ঘটনায় মৃত এক
অনুপপুর, ১৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুরে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে বিজুরী থানা এলাকায় । বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাম প্রসাদ (৩০) । তিনি কানহাই টোলা থেকে কোটমা যাচ্ছিলেন ।
অনুপপুরে পথ দুর্ঘটনায় মৃত এক


অনুপপুর, ১৬ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের অনুপপুরে পথ দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু হয় । ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে বিজুরী থানা এলাকায় ।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাম প্রসাদ (৩০) । তিনি কানহাই টোলা থেকে কোটমা যাচ্ছিলেন । সেই সময় বাইক নিয়ন্ত্রণ হারায়, ফলে যুবক আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande