উত্তর ২৪ পরগনা, ১৬ অক্টোবর, (হি.স.): কয়েক মাস বাদে বিধানসভা ভোট। সেই আবহেই শুরু হয়ে গিয়েছে এসআইআরের তোড়জোড়। অবৈধ ভোটদাতা ধরপাকড়ের জন্য শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রাথমিক প্রক্রিয়া। এর মাঝেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
নৈহাটি বিধানসভা ভোটার তালিকায় পাকিস্তানের করাচির এক নাগরিকের নাম রয়েছে বলে জানালেন বারাকপুর এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই তথ্য সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, পাকিস্তানি নাগরিক সালেয়া ইমরানের নাম রয়েছে ভোটার তালিকায়। বিষয়টি, স্বীকার করে নিয়েছেন শাসক দলের বিধায়ক সনৎ দে। তাঁর স্ত্রী যে পাকিস্তানি সেই কথা স্বীকার করে নিয়েছেন সালেয়ার স্বামী মহম্মদ ইমরানও।
নৈহাটি বিধানসভায় ৮ নং ওয়ার্ডের গৌরীপুর এ টি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেয়া ইমারানের নাম ভোটার তালিকায় রয়েছে। এ নিয়ে আসরে নেমেছেন এলাকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং। নৈহাটি বিধানসভায় ১১৫ নং পার্টে ইমরানের নাম।
সালেহা পাকিস্তানি স্বীকার করলেন শাসক দলের সনৎ দে স্বীকার করলেও ক্যামেরার সামনে স্ত্রীকে আনতে নারাজ তার স্বামী মহম্মদ ইমরান। তবে স্ত্রী যে পাকিস্তানের বাসিন্দা এই কথা স্বীকার করে নিয়েছেন ইমরান। তিনি জানান তাদের পাসপোর্ট এবং ভিসা সব কিছুই বাতিল করে দিয়েছে প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত