কমান্ডার গাড়ি দুর্ঘটনায় মহিলার মৃত্যু, নয়জন আহত
উদয়পুর (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : করবুক মহকুমা এলাকায় ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে করবুক মহকুমা থেকে শিলাছড়ির পথে চলন্ত একটি কমান্ডার গাড়ি (নম্বর টিআর০১এ২৯৫৩) দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেক
মৃত্যু


উদয়পুর (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : করবুক মহকুমা এলাকায় ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে করবুক মহকুমা থেকে শিলাছড়ির পথে চলন্ত একটি কমান্ডার গাড়ি (নম্বর টিআর০১এ২৯৫৩) দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন এল বি ত্রিপুরা (২২), যিনি পরবর্তীতে শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মারা যান। মৃতার বাড়ি নতুনবাড়ি ডেপাছড়ি এলাকায়।

দুর্ঘটনায় আরও নয়জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে এলিঅন ত্রিপুরা (২৫), তানিয়া মগ (বয়স আড়াই বছর), পালক ত্রিপুরা (৪০), অর্জুন ত্রিপুরা, সায়িত মগ (২৫), কর্মতি মগ (৬), হীরা জমাতিয়া (বয়স আড়াই বছর), সুনীল চাকমা (২৭) ও তানমাই মগ (২৩)-কে শিলাছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নয়জনকেই আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে করবুক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল বলেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে, মৃত এল বি ত্রিপুরার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দেবতামুড়া এলাকায় এক দুর্ঘটনায় একজন মহিলা শ্রমিকের মৃত্যু এবং ১০ জন শ্রমিক আহত হয়েছিলেন। পরপর দুটি দুর্ঘটনায় এলাকায় উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande