ডিমা হাসাও জেলায় দলত্যাগ কয়েকজন বিজেপি নেতার
হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : আগামী ২০২৬ সালে অসম বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে ডিমা হাসাও জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে দলীয় নেতা-কার্যকর্তার হিড়িক পড়েছে। সর্বশেষ খবরে প্রকাশ, বিজেপির হারাঙ্গাজাও মণ্ডলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ
ডিমা হাসাও জেলায় দলত্যাগ কয়েকজন বিজেপি নেতার


হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : আগামী ২০২৬ সালে অসম বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে ডিমা হাসাও জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে দলীয় নেতা-কার্যকর্তার হিড়িক পড়েছে। সর্বশেষ খবরে প্রকাশ, বিজেপির হারাঙ্গাজাও মণ্ডলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ইতিমধ্যে দল থেকে পদত্যাগ করেছেন।

প্রাপ্ত খবরে প্রকাশ, দলের মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্য এবং সমন্বয়ের অভাবে গণহারে পদত্যাগের ঘটনা শুরু হয়েছে। গত সোমবার থেকে যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে হারাঙ্গাজাও বিজেপি মণ্ডলে এসটি মোর্চার সভাপতি লাবজয় নাইডিং, বিএলসি সভাপতি (কাপুরচেরা) ননজয় লাংথাসা, বিএলসি সভাপতি (বড় মলকই), হ্রানসুওথাং পারাটে, বিএলসি সভাপতি জয়রাশ ডিব্রাগেডে, বিএলসি সম্পাদক সুজয় হাপিলা, নীতেশ নাইডিং, মণ্ডল সভাপতি দিলীপ দাস, বিএলসি সভাপতি সঞ্জয় ঘোষ, ওবিসি মোর্চার প্রধান অনিল মাগর এবং বিএলসি সদস্য দিলীপ কে দেব। তাঁরা বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিজেপি থেকে।

দলের বিভিন্ন সূত্রের দাবি, ডিমা হাসাও জেলা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধির ফলে আগামী দিনে আরও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। গণহারে পদত্যাগের বিষয়ে ডিমা হাসাও জেলা বিজেপি নেতৃত্ব এখনও এ বিষয়ে কোনও নুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande