খোয়াই সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি চোরের মৃতদেহ বিজিবি’র হাতে হস্তান্তর
খোয়াই (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : তিন বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বৃহস্পতিবার খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে তুলে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খোয়াই জেলা পুলিশ প্রশাসন। জানা গেছে, বুধবার ভোরে খোয়াই জেলার
মৃতদেহ হস্তান্তর


খোয়াই (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : তিন বাংলাদেশি নাগরিকের মৃতদেহ বৃহস্পতিবার খোয়াই সীমান্ত দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর হাতে তুলে দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খোয়াই জেলা পুলিশ প্রশাসন।

জানা গেছে, বুধবার ভোরে খোয়াই জেলার আশারামবাড়ী এলাকায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করা তিন বাংলাদেশি নাগরিক স্থানীয়দের তাড়া খেয়ে নিহত হন। ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফ পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার খোয়াই জেলার পহরমুড়া বাল্লারবেড় সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকভাবে মৃতদেহগুলি বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার, এসডিপিও। অপরদিকে, বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও বিজিবি আধিকারিকরা।

নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁরা হলেন— জুয়েল মিয়া (পিতা- আশরাফ উল্লা, গ্রাম আলীনগর), পণ্ডিত মিয়া (পিতা- কনা মিয়া, গ্রাম বাসুল্লা), সজল মিয়া (পিতা- কদ্দুস মিয়া, গ্রাম কবিলাশপুর, ইউনিয়ন গাজীপুর, বাংলাদেশ)।

প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিএসএফ ও পুলিশ যৌথভাবে নজরদারি আরও জোরদার করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande