অমরপুরে রাস্তা বেহাল, চালকদের বিক্ষোভ, এনএইচআইডিসিএল প্রতিশ্রুতি দিল মেরামতের
অমরপুর (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : গোমতী জেলার অমরপুরে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সড়কের খারাপ অবস্থার কারণে স্থানীয় চালক ও বাসিন্দারা নেশন্যাল হাইওয়ে এন্ড ইনফ্রাসটাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) অফিস ঘেরাও করেন। তাঁরা
বিক্ষোভ


অমরপুর (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : গোমতী জেলার অমরপুরে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সড়কের খারাপ অবস্থার কারণে স্থানীয় চালক ও বাসিন্দারা নেশন্যাল হাইওয়ে এন্ড ইনফ্রাসটাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) অফিস ঘেরাও করেন। তাঁরা দাবি করেন, অমরপুর-নতুনবাজার সংযোগ সড়কের বেহাল অবস্থা তাদের জীবিকা ও দৈনন্দিন চলাচলে সমস্যা সৃষ্টি করছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বারবার অভিযোগ সত্ত্বেও রাস্তা মেরামতের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা রানী কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কার্যকর উদ্যোগ নেয়নি। ভারী যানবাহনের চাপ ও দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে রাস্তায় বড় বড় গর্ত ও ফাটল তৈরি হয়েছে। বিশেষ করে নতুনবাজার অংশ প্রায় এক বছর ধরে ব্যবহার অযোগ্য অবস্থায় রয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী অটো চালকরা বলেন, “রাস্তার এই অবস্থার কারণে গাড়ি চালানো প্রায় অসম্ভব এবং কালীপূজার সময় লোকেরা নতুনবাজারে নাও আসতে পারে, যা আমাদের আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, ডিসিএম পামির কর্মকার, এসডিপিও নির্মল দাস এবং বীরগঞ্জের পুলিশ কর্মকর্তারা রানী কনস্ট্রাকশন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘ বৈঠকের পর, কোম্পানির জেনারেল ম্যানেজার আর.কে. শর্মা লিখিত আশ্বাস দেন যে শুক্রবার থেকে রাস্তার মেরামতের কাজ শুরু হবে এবং উৎসবের সময় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে। লিখিত আশ্বাস পাওয়ার পর চালকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande