ফটিকরায়ে লোকায়ুক্ত ত্রিপুরার উদ্যোগে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক সভা
কুমারঘাট (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : ভারতীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত লোকায়ুক্ত ত্রিপুরা-র উদ্যোগে ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল “সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায
আলোচনা সভা


কুমারঘাট (ত্রিপুরা), ১৬ অক্টোবর (হি.স.) : ভারতীয় গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত লোকায়ুক্ত ত্রিপুরা-র উদ্যোগে ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল “সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লোকায়ুক্তের ভূমিকা” শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ত্রিপুরার লোকায়ুক্ত বিভাস কিলিকদার, লোকায়ুক্ত ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বিদ্যুৎ রায়, প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস, ঊনকোটি জেলা শাসক ডঃ তমাল মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল সহ অন্যান্যরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “দেশে দুর্নীতির সঙ্গে কেবল রাজনীতিবিদরাই যুক্ত নয়, বিচার বিভাগ ও সংবাদ মাধ্যমের একাংশও দুর্নীতির সঙ্গে জড়িত।” তিনি উদাহরণ টেনে বলেন, “একটি ধর্ষণ মামলার রায় পেতে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লেগে যায়, ফলে নির্যাতিতাকে অনেক সময় অর্থের কাছে নতি স্বীকার করতে হয়।”

মন্ত্রী অভিযোগ করেন, “অপরাধমূলক ঘটনার খবর প্রকাশ্যে না আনতে কিছু সংবাদ মাধ্যম টাকার বিনিময়ে নীরব থাকে। রাজনীতিবিদরা আবার নিজেদের স্বার্থে আইন তৈরি করে সারাজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করে।” তিনি কংগ্রেস আমলের জরুরি অবস্থার উদাহরণ টেনে বলেন, “যখন ক্ষমতা ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তখন গণতন্ত্র বিপন্ন হয়ে পড়ে।”

মন্ত্রী আরও প্রশ্ন তোলেন, “যদি দিল্লিতে এক উচ্চ আদালতের বিচারপতির বাড়ি থেকে নগদ অর্থ উদ্ধার হয়, তবে কেন তার নামে মামলা হয় না?” তিনি বলেন, “দুর্নীতির অবসানের জন্য শুধু আলোচনা নয়, সংবিধান সংশোধন প্রয়োজন।”

এদিনের সভায় লোকায়ুক্ত বিভাস কিলিকদার বলেন, “প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষায় লোকায়ুক্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব নয়।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande