কাটনি, ১৭ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের কাটনি জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকালে কাটনি-দামোহ সড়কে একটি যাত্রীবোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় অন্তত ১২ জন যাত্রী। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
ঘটনাটি ঘটে শুক্রবার রিঠি থানার অন্তর্গত জমুনিয়া মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, ভোপাল থেকে রেওয়া যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। গুরুতর আহত পাঁচজনকে পরে কাটনি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান, আহতদের মধ্যে দুই গাড়ির চালকরাও রয়েছেন। ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসচালক টানা রাত তিনটা পর্যন্ত গাড়ি চালানোর পর ঘুমিয়ে পড়েন, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য