ছত্তিশগড়ের বস্তারে অস্ত্র ছেড়ে আত্মসমপর্ণ ২১০ মাওবাদীর
রায়পুর, ১৭ অক্টোবর (হি. স.) : শুক্রবার ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করলেন একসঙ্গে ২১০ জন মাওবাদী। আত্মসমপর্ণের পাশাপাশি এদিন নিজেদের হেপাজতে থাকা আগ্নেয়াস্ত্রও তুলে দিয়েছেন মাওবাদীরা। বুধ, বৃহস্পতি, শুক্রবার এই নিয়ে
ছত্তিশগড়ের বস্তারে অস্ত্র ছেড়ে আত্মসমপর্ণ ২১০ মাওবাদীর


রায়পুর, ১৭ অক্টোবর (হি. স.) : শুক্রবার ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে আত্মসমর্পণ করলেন একসঙ্গে ২১০ জন মাওবাদী। আত্মসমপর্ণের পাশাপাশি এদিন নিজেদের হেপাজতে থাকা আগ্নেয়াস্ত্রও তুলে দিয়েছেন মাওবাদীরা। বুধ, বৃহস্পতি, শুক্রবার এই নিয়ে পর পর তিন দিন প্রায় ৪৫০ জন মাওবাদী আত্মসমর্পণ করেন।

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদী মুক্ত দেশ গড়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল দেশে মাওবাদী উপদ্রুত’ জেলার সংখ্যা মাত্র তিন। এই মাও অধ্যুষিত এলাকাগুলি হল সুকমা, বিজাপুর, নারায়ণপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছিলেন, রেড করিডর (‘মাওবাদী মুক্তাঞ্চল’ হিসেবে পরিচিত এলাকা) ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র নেতা-কর্মীদের বার বার মূলস্রোতে ফিরে আসার বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার ছত্তিশগড়ে ১৯৭ জন মাওবাদী আত্মসমর্পণ করে। এরপরেই অমিত শাহ মাওবাদীদের সমাজে মূলস্রোতে ফেরার বার্তা দেন। যদিও কোনও মাওবাদী অস্ত্র ছাড়তে না চান, তাহলে সব ঘাঁটি শীঘ্রই গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বার্তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আরও ২১০ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande