পালাতে গিয়ে পুলিশের জালে ভিন রাজ্যের খুনের মামলার তিন অভিযুক্ত
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): রাজস্থানে এক খুনের মামলার তিন অভিযুক্ত কলকাতায় গা ঢাকা দিয়েছিল। ফুলবাগান থানার পুলিশ তাদের আটক করে। কিন্তু সূত্রের দাবি থানায় নিয়ে যাওয়ার সময়ই তারা পালিয়ে যেতে চেষ্টা করে। যদিও শেষরক্ষা হয়নি। পূর্বাচল আবাসনে ঢুকে পড়লেও
পালাতে গিয়ে পুলিশের জালে ভিন রাজ্যের খুনের মামলার তিন অভিযুক্ত


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.): রাজস্থানে এক খুনের মামলার তিন অভিযুক্ত কলকাতায় গা ঢাকা দিয়েছিল। ফুলবাগান থানার পুলিশ তাদের আটক করে। কিন্তু সূত্রের দাবি থানায় নিয়ে যাওয়ার সময়ই তারা পালিয়ে যেতে চেষ্টা করে। যদিও শেষরক্ষা হয়নি। পূর্বাচল আবাসনে ঢুকে পড়লেও শেষপর্যন্ত তারা ধরা পড়ে যায়। পুলিশ আটক করেছে তাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাদাপাড়া ফুলবাগান এলাকার স্থানীয়রা পুলিশকে জানান, তিন সন্দেহভাজনকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। দ্রুত ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্তকারীদের মিথ্যে গল্প বলার চেষ্টা করে তিন অভিযুক্ত। কিন্তু অচিরেই পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় মিথ্যে বলছে তারা। কার্যতই এরপর ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বেরিয়ে পড়ে। পুলিশ জানতে পারে রাজস্থানের কুচমন থানা এলাকার এক হত্যাকাণ্ডের মামলায় এরা অভিযুক্ত।

সূত্রের দাবি, পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। দৌড়ে সল্টলেকের পূর্বাচলে একটি আবাসনে ঢুকেও পড়ে। সল্টলেক বেঙ্গল টেনিস অ্যাকাডেমির কাছে তাদের ধরে ফেলেন আইপিএস কোয়ার্টারের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা, টেনিস অ্যাকাডেমির কর্মীরাও তাদের ধাওয়া করেছিলেন। খবর পেয়ে প্রথমে বিধাননগর থানার পুলিশ, পরে ফুলবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আটক করে ভিনরাজ্যের পলাতক অভিযুক্তদের।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande